Sunday, November 1, 2020

আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে এগিয়ে বাইডেন

আন্তর্জতিক ডেস্ক:

আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৯ কোটি মার্কিন নাগরিক আগাম ভোট দিয়েছেন। আগাম ভোটের ওপর জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী বাইডেন । খবর বিবিসি, সিএনএনের।

সিএনএন বলছে, ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট বলছে, ট্রাম্পের সঙ্গে ৫৩-৪১ ব্যবধানে এগিয়ে বাইডেন।

ফক্স নিউজ ও রয়টার্স বলছে, ট্রাম্পের চেয়ে সাত থেকে আট পয়েন্টে এগিয়ে বাইডেন। এছাড়া নিউইয়র্ক টাইমস, পিউ রিসার্চ সেন্টার ও সিবিএস নিউজের জনমত জরিপের চিত্রটাও বাইডেনের পক্ষেই। তবে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, শহরের চিত্র যাই হোক, গ্রামীণ এলাকায় ট্রাম্পের রয়েছে বিশাল ভোটব্যাংক।

রাজনৈতিক পূর্বাভাস দেয়া সাইট ফাইভ থার্টিইট ডটকম বাইডেনকে ৮৯ শতাংশ ভোটে জয়লাভের আভাস দিয়েছে।

এনপিআরের চূড়ান্ত নির্বাচনী ম্যাপ অনুযায়ী বাইডেন জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। অপরদিকে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে তার জয়লাভও অসম্ভব কিছু নয়।

The post আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে এগিয়ে বাইডেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment