আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গণপিটুনি প্রতিরোধ বিল ২০২১ পাশ হওয়ায় রাজধানী রাঁচিসহ রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খুশিতে মেতে ওঠেন। ঝাড়খণ্ড দেশের চতুর্থ রাজ্য যারা বিধানসভায় এ ধরণের বিল পাস করলো। এরআগে মণিপুর, রাজস্থান ও পশ্চিমবঙ্গেও গণপিটুনির বিরুদ্ধে আইন করা হয়েছে।
মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভায় ওই বিল পাস হয়েছে। বিধানসভায় গণপিটুনি প্রতিরোধ বিল পাস হওয়ার খবর পেয়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন। এ সময়ে তারা একে অপরকে মিষ্টি বিতরণ করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
ঝাড়খণ্ড মুসলিম সেন্ট্রাল কমিটির সদস্যরা রাঁচির একরা মসজিদের কাছে ঝাড়খণ্ড মব লিঞ্চিং প্রতিরোধ বিল পাস হওয়া উদযাপন করেন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকারের সমর্থনে স্লোগান দেন।
কমিটির সহ-সভাপতি আফরোজ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, এই আইন মুসলিম সমাজের মানুষের পাশাপাশি সকল মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে। তিনি বলেন, যারা গণপিটুনিকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেয় তাদের এবার শাস্তি হবে।
ঝাড়খণ্ড মুসলিম সেন্ট্রাল কমিটির কোষাধ্যক্ষ ডক্টর তারিফ অবশ্য কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, বিলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত ছিল। তিনি বলেন, এ পর্যন্ত গণপিটুনির শিকার অধিকাংশই মুসলিম সমাজের মানুষ যারা উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি বা তাদের পুনর্বাসনের কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাও করা হয়নি।
ঝাড়খণ্ড বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে বিজেপি বিধায়কদের ওয়াক আউটের মধ্যে ওই বিলটি অনুমোদিত হয়েছে। বিরোধী সদস্যদের পক্ষ থেকে বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর জন্য এবং বেশ কয়েকটি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা খারিজ করে দেওয়া হয়েছে।
প্রিভেনশন অফ ঝাড়খণ্ড মব ভায়োলেন্স অ্যান্ড মব লিঞ্চিং বিল ২০২১ পাস হওয়ার পর, এবার থেকে রাজ্যে গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিসংখ্যানে প্রকাশ, ২০১৪ সাল থেকে রাজ্যে ৫৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে।
The post ঝাড়খণ্ডে গণপিটুনি প্রতিরোধ বিল পাস, খুশিতে মিষ্টি বিলি মুসলিমদের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9d%e0%a6%be%e0%a7%9c%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0/
No comments:
Post a Comment