আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের জব্দ ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে দাতারা সম্মত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। দেশটিতে জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য সেবায় এই অর্থ স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড থেকে ছাড় হতে যাওয়া এই অর্থ জাতিসংঘের দুই সংস্থা ডব্লিউএফপি এবং ইউনিসেফে স্থানান্তর করা হবে। এরমধ্যে এক কোটি মার্কিন ডলার ইউনিসেফ এবং ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ডব্লিউএফপি পাবে।
বিশ্বব্যাংক বলছে, জাতিসংঘের এ দুটি সংস্থারই নিজস্ব নীতি ও পদ্ধতি অনুযায়ী আফগানিস্তানে সরাসরি সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে।
The post জব্দ ২৮ কোটি মার্কিন ডলার ফেরত পাচ্ছে আফগানিস্তান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a7%a8%e0%a7%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment