ফাতেহ ডেস্ক:
দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা আছে। তবে চলতি মাসের শেষ দিকে গিয়ে তাপমাত্রা কিছু বাড়তে পারে। এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে নতুন করে আর শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ও শুক্রবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য কিছুটা কমতে অথবা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম। সিলেটে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বৃষ্টি হয়েছিল। মেঘলা আবহাওয়া আজও বিরাজ করতে পারে।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরে বেশি শীত পড়ছে। চলতি সপ্তাহে কয়েকটি জেলার তাপমাত্রা শৈত্যপ্রবাহের পর্যায়ে নেমে যায়। গতকালও ঢাকায় শীত ছিল। তবে আকাশ ছিল মেঘলা।
আবহাওয়া অধিদপ্তর বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
The post আবহাওয়া অপরিবর্তিত থাকবে আগামী ৫ দিন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/
No comments:
Post a Comment