Tuesday, December 21, 2021

আলেম বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ইসলামী যুব আন্দোলন

ফাতেহ ডেস্ক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলেম বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট সম্মাননা প্রদান করেছে ইসলামী যুব আন্দোলন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরঞ্জের শোলাকিয়া ঈদগাহর গ্রান্ড ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বহু আলোচনা হয়েছে। ইসলাম ও স্বাধীনতা এই দুটি বিষয় সাংঘর্ষিক নয়। ইসলাম মানুষকে পরাধীন দেখতে চায় না। তবে ইসলামী দৃষ্টিতে স্বাধীনতা সংগ্রাম আর তথাকথিত বুদ্ধিজীবীদের দৃষ্টিতে স্বাধীনতার সংগ্রাম এক নয়। ইসলাম যে স্বাধীনতা চায় তা হলো বৈষয়িক ও আত্মার স্বাধীনতা। যতক্ষণ পর্যন্ত এই দুটি স্বাধীনতা সফল না হবো, ততক্ষণ পর্যন্ত আমরা না দুনিয়াতে সফল হবো, না আখিরাতে।

প্রখ্যাত এই ইসলামিক চিন্তাবিদ বলেন, বাংলাদেশ বৈষয়িকভাবে, ভৌগলিকভাবে স্বাধীনতা অর্জন করেছে বটে, কিন্তু এখনও প্রকৃত স্বাধীনতা যেটা ইসলামের দৃষ্টিতে শয়তান এবং শয়তানিয়াতের নাকপাশ থেকে মুক্তি লাভ—এখনও অপূর্ণ থেকে গেছে। যুব সমাজকে সে দিকে অগ্রসর হতে হবে।

প্রধান অতিথির বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মুক্তিযুদ্ধে আলেম ওলামাদের অবদান অনেকে জানে না বা জানানো হচ্ছে না পরিকল্পিতভাবেই।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামরা।

The post আলেম বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ইসলামী যুব আন্দোলন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment