Sunday, December 12, 2021

জুয়ার আসর থেকে চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আপন নিবাস আবাসিক এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

গ্রেফতার অন্যরা হলেন— আখতার হোসেন, শহীদুল ইসলাম, মনির, নজরুল ইসলাম মজুমদার ও জামাল হোসেন। এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনিতে জুয়ার আসর বসেছে। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতে পাঠানো হবে। গ্রেফতার মিজানুর রহমান সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান।

 

The post জুয়ার আসর থেকে চেয়ারম্যানসহ গ্রেফতার ৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

No comments:

Post a Comment