আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশে এক টর্নেডোতে অন্তত ৭০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঝড় আঘাত হানে। প্রদেশটির গভর্নর অ্যান্ডি বেসিয়ার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বেড়ে ১০০ এর কাছাকাছি পৌঁছাতে পারে।
গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, ‘মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে (যা প্রায় পুরো কেনটাকি অঙ্গরাজ্য) সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি শিল্প প্রতিষ্ঠান ভবন, ছাদ ও গাছের কিছু অংশ ভাগ্যক্রমে দাঁড়িয়ে আছে, বেশির ভাগেই গুড়িয়ে গেছে।’
ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে।
The post যুক্তরাষ্ট্রে টর্নেডো: নিহত বেড়ে ৭০ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a1%e0%a7%8b-%e0%a6%a8/
No comments:
Post a Comment