ফাতেহ ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নতুন সভাপতি হিসেবে শায়েখ জিয়াউদ্দিন এবং মহাসচিব হিসেবে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনীত করে তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জমিয়তের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ ফারুক নতুন কমিটি ঘোষণা করেন।
২০১ সদস্যের জাতীয় কমিটির এবারের কাউন্সিলে ১৮৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মাসউদুল করিম, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সদস্য মাওলানা বদরুল ইসলাম, আব্দুল মতিন ও মাওলানা মুখলেসুর রহমান।
The post জমিয়তের সভাপতি শায়েখ জিয়া, মহাসচিব মাওলানা আফেন্দি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%96-%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f/
No comments:
Post a Comment