Friday, December 17, 2021

তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি সপ্তাহে তুরস্কে বিষাক্ত মদপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন সাতজন। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউরো নিউজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মদপানে নিহতের ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা। কখনও কখনও মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়ারও ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে।

আল-আরাবিয়াহ জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ক্ষমতাসীন দল সাংস্কৃতিকভাবে ইসলামকে অনুসরণ করায় তারা মদপানকে অনুমোদন করে না। অ্যালকোহলকে নিরুৎসাহিত করতে অব্যাহত কর বাড়িয়ে দেওয়ার কারণে ভেজাল মদের উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে। তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত অ্যালকোহল ‘রাকি।’ সুপারমার্কেটে এর দাম পড়ে লিটারপ্রতি ২৫০ তুর্কি লিরা বা সাড়ে ১৬ ডলার, যা একজন কর্মীর গড়পড়তা মাসিক আয়ের এক-দশমাংশ।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে দেশটিতে এক সপ্তাহেরও কম সময়ে বিষাক্ত মদপান করে ৪০ জনেরও বেশি মানুষ মারা যায়।

সূত্র: দ্যা গার্ডিয়ান, ইউরো নিউজ

The post তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a8/

No comments:

Post a Comment