ফাতেহ ডেস্ক:
বিনা ভোটে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার ধারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপেও অব্যাহত রয়েছে। এ ধাপেও অন্তত ২৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়ছে না। এসব ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হতে যাওয়া সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। এ ধাপে ৭০৭টি ইউনিয়নে ভোট হবে আগামী ৫ জানুয়ারি।
এর আগে প্রথম ধাপে ৪৩টি, দ্বিতীয় ধাপে ৭৬টি, তৃতীয় ধাপে ১০০টি এবং চতুর্থ ধাপে ৪৮টি ইউনিয়নে ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘটনা দেখা গেছে।
প্রতিটি ধাপে ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রবণতার বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, পুরো নির্বাচনব্যবস্থাটিই এখন কলুষিত হয়ে গেছে। যারা প্রভাব খাটিয়ে বা মনোনয়ন–বাণিজ্যের মাধ্যমে মনোনয়ন পান, তাঁরা আবার তাঁদের বিনিয়োগটি যাতে বিফলে না যায়, সে জন্য বিভিন্ন কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চান। এখন সেটাই ঘটে চলেছে।
The post বিনা ভোটে আরও ২৯ ইউপি চেয়ারম্যান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/
No comments:
Post a Comment