ফাতেহ ডেস্ক:
ঢাকায় ইক্বরার ২১তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১ অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্টিত হবে এ সম্মেলন।
পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুরু হবে এ সম্মেলন। সকাল ৯টা থেকে আসর পর্যন্ত ইক্বরা’র সদস্য ও এদেশের শীর্ষস্থানীয় কারিগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশি এবং বিদেশি ছাত্ররা কুরআন তিলাওয়াত করবেন। আসরের নামাজের পর মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও বিদেশি কারিদের তেলাওয়াত শুরু হবে।
এবারের ২১তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে দেশ-বিদেশের অনেক প্রখ্যাত কারিগণ অংশগ্রহন করবেন। এবারের সম্মেলন অলংকৃত করবেন- বিশ্ববিখ্যাত কারি শাইখ ত্বহা আন-নো’মানী, মিসর; বিখ্যাত কারি হামেদ আলীযাদেহ, ইরান; প্রখ্যাত কারি আলী রেযা রেযায়ী, আফগানিস্তান এবং ফিলিপাইনের প্রখ্যাত কারি নাযীর আসগর।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফি মুহাম্মাদ মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।
The post ঢাকায় ২১তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ ডিসেম্বর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8%e0%a7%a7%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95/
No comments:
Post a Comment