Saturday, December 25, 2021

ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখের বেশি করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দাপট দেখাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার। প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন।

এ দিন ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হন। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।

 

The post ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখের বেশি করোনা শনাক্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a7%a7/

No comments:

Post a Comment