Saturday, December 25, 2021

তালেবান নেতাদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করল জাতিসঙ্ঘ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান শাসনকারী তালেবান কর্তৃপক্ষের শীর্ষ নেতাদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এসব নেতাদের মধ্যে আছেন তালেবান কর্তৃপক্ষের সহকারী প্রধানমন্ত্রী বারদার। এ ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হওয়ার মেয়াদ ২০২১ সালের ২২ ডিসেম্বর তারিখ থেকে ২০২২ সালের ২১ মার্চ পর্যন্ত। এক বিবৃতিতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এসব তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের অন্যান্য নেতাদের ওপর থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। তারাও এ ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিলের সুবিধা পাবেন।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ কমিটি ১৯৮৮ সালের প্রস্তাব অনুসারে (২০২১ সালে) সিদ্ধান্ত নিয়েছে যে ২০২১ সালের ২২ ডিসেম্বর তারিখ থেকে তালেবান নেতাদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হবে। এ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ২২৫৫ নং প্রস্তাবের ১ নম্বর ধারা অনুসারে। তালেবান কর্তৃপক্ষের ওই নেতাদের মধ্যে আছেন আব্দুল গনি বারদার আব্দুল আহমদ তুর্ক, শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই পাদশাহ খান, জিয়া-উর-রহমান মাদানি, আবদুল সালাম হানাফি আলি মারদান কুল, শাহাবুদ্দিন দেলাওয়ার, আব্দুল লতিফ মনসুর, আমির খান মোতাকি, আব্দুল হক ওয়াসিক, খায়রুল্লাহ খায়েরখওয়াহ, নুরুল্লা নুরি, ফজল মোহাম্মদ মজলুম, আব্দুল কবির মোহাম্মদ জান, দিন মোহাম্মদ হানিফ ও নূর মোহাম্মদ সাকিব।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, শান্তি ও স্থিতিশীলতার সাথে সংশ্লিষ্ট আলোচনায় অংশ নেয়ার জন্য এসব ব্যক্তির ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। একইসাথে তারা যাতে বিভিন্ন আলোচনায় অংশ নিতে পারে তার জন্য তাদের বিষয়ে যে সকল আর্থিক নিষেধাজ্ঞা ছিল তাও কিছুটা শিথিল করা হয়েছে।

সূত্র : তোলো নিউজ

The post তালেবান নেতাদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করল জাতিসঙ্ঘ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment