Friday, December 24, 2021

২০২১ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৭০

ফাতেহ ডেস্ক :

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত (২৩ ডিসেম্বর) তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন সড়কপথ দুর্ঘটনায় ৫ হাজার ৩৭০ জন নিহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ৭০ হাজার ২২২ জন। তাতে গড়ে আহত হন প্রতিদিন ১৯৬ জন।

পুরো বছরে সড়কপথ দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ৫১২টি। এতে ক্ষতি হয়েছে ৩২ হাজার কোটি টাকা।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

এতে জানানো হয়, ২০১৭ সালে নৌ দুর্ঘটনায় আহত নিহত কম থাকলেও ২০২১ সালে ৭১২ নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৪৬৬ জন।

রেলপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৮ জন এবং নিহত হয়েছেন ১৩৮ জন।

The post ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৭০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8/

No comments:

Post a Comment