আন্তর্জাতিক ডেস্ক:
মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়ায় হরিয়ানা সরকারের নিন্দা জানালেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, গুরগাঁওয়ে মুসলমানদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে। এই শিল্প শহরে প্রচুর সংখ্যক মুসলিম কর্মচারী রয়েছে। মুসলমানরা খোলা জায়গায় নামাজ পড়তে বাধ্য হয়। অনুমতির অভাবে তারা এখন জুমার নামাজ আদায় করতে পারছে না।
সরকারীভাবে মুসল্লিদের জুমার নামাজ পড়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য কাজ। সরকারের দখলে মুসলিমদের জায়গা, সরকার এসব ফেরত দিচ্ছে না। জমি না থাকাতে মুসলমানরা রাস্তায় জুমার নামাজ পড়তে বাধ্য হচ্ছেন। আর এখন হরিয়ানা সরকার মুসলিমদের জুমার নামাজ পড়তে বাধা দিচ্ছেন। এটা খুবই নৃশংস ও অমানবিক।
সূত্র: হালাল মিডিয়া
The post খোলা জায়গায় জুমার নামাজে বাধা, নিন্দা মুসলিম পার্সোনাল ল বোর্ডের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/
No comments:
Post a Comment