Wednesday, December 15, 2021

সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি!

আন্তর্জাতিক ডেস্ক :

২০০২ সালের আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব প্রস্তুত। রিয়াদভিত্তিক দৈনিক আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দাল্লাহ আল-মুয়াল্লিমি।

১৯৬৭ সালে দখল করা আরব অঞ্চলের সব ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের আহ্বান জানানো হয় আরব পিস ইনিশিয়েটিভে। এর পাশাপাশি তাতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত জুড়ে দেওয়া হয়।

সৌদি আরব বলছে, রিয়াদ বরাবরের মতো আরব ইনিশিয়েটিভের শান্তি প্রস্তাবের প্রতি অঙ্গীকারাবদ্ধ। ইসরায়েল আরব পিস ইনিশিয়েটিভ বাস্তবায়ন করলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ।

আব্দাল্লাহ আল-মুয়াল্লিমি বলেছেন, সৌদি আরবের সাম্প্রতিক এবং আনুষ্ঠানিক অবস্থান হলো—২০০২ সালে উপস্থাপিত সৌদি শান্তি উদ্যোগের শর্ত ইসরায়েল বাস্তবায়ন করার সাথে সাথেই আমরা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। একবার এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে ইসরায়েল ‘শুধুমাত্র সৌদি আরব নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)’ ৫৭ দেশের স্বীকৃতি পাবে।

সৌদি এই কূটনীতিক বলেছেন, সময় ‌‘ভুল এবং সঠিকের’ পরিবর্তন করে না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল যতদিনই চলুক না কেন তা ভুল।

গত মাসে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, আমেরিকান ইহুদিদের ২০ জনের একটি দল সৌদি আরব সফর করেছেন। সেখানে তারা সৌদি আরবের ছয়জন সরকারি মন্ত্রী এবং রাজপরিবারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। রিয়াদ এবং তেল আবিবের সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে মার্কিন ইহুদিরা সৌদি সফর করেন।

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব বারবারই ২০০২ সালের সৌদি-প্রস্তাবিত আরব ইনিশিয়েটিভের শর্ত বাস্তবায়নের কথা বলেছে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ১৯৮০ সালে আরেক আগ্রাসনে পুরো শহরে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে তেলআবিব। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই দখলদারিত্বের বৈধতা কখনই দেয়নি।

The post সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad/

No comments:

Post a Comment