ফাতেহ ডেস্ক:
এক কোটি মানুষকে আজ করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। এ কর্মসূচি সফল হলে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আসবে। এ লক্ষ্যে প্রস্তুত রয়েছে সারা দেশের ২৮ হাজার টিকা বুথ।
এ গণটিকাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরেই দেশব্যাপী ব্যাপক প্রচার চালানো হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ১৮ বছরের ঊর্ধ্ব বয়সী যেকোনো মানুষ নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এসব কেন্দ্রে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকা দেওয়া হবে।
গণটিকার জন্য গ্রামাঞ্চলে ১৬ হাজারের বেশি ও শহরাঞ্চলে (পৌরসভা ও সিটি করপোরেশন) সাড়ে আট হাজার অস্থায়ী টিকাকেন্দ্র করা হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে প্রয়োজন অনুযায়ী সব ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগগুলোতে চাহিদা অনুযায়ী অতিরিক্ত বুথ ও ভ্যাক্সিনেটরের ব্যবস্থা রাখা হয়েছে। এসব কেন্দ্রে ৭০ হাজারের মতো ভ্যাক্সিনেটর ও স্বেচ্ছাসেবক টিকা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, এ গণটিকার মধ্য দিয়েই লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দিয়ে টিকার আওতায় আনতে পারবে।
সার্বিক প্রস্তুতির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘শনিবার যাতে ৭০ শতাংশ মানুষের টিকা শেষ হয়, আমরা সে পরিকল্পনা করেছি। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। কেন্দ্রে যতক্ষণ লোক থাকবে, টিকাদানও ততক্ষণ চলবে।’
শনিবারের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে গত এক সপ্তাহ ধরেই টিকা নিতে দেশ জুড়ে ব্যাপক প্রচার চালানো হয়। বিশেষ করে ২৬ ফেব্রুয়ারির পর আর প্রথম ডোজ দেওয়া হবে না স্বাস্থ্য অধিদপ্তরের এমন তথ্যে গত কয়েক দিন ধরে টিকার প্রথম ডোজ নিতে কেন্দ্রগুলোতে বেশ ভিড় করে মানুষ। এ সময় ভিড় সামাল দিতে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলাও হয়। ফলে বাধ্য হয়ে গতকাল শুক্রবারও টিকাকেন্দ্র খোলা রাখা হয় ও বিভিন্ন কেন্দ্রে টিকা নেয় মানুষ।
The post এক কোটি মানুষ টিকা পাচ্ছে আজ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/
No comments:
Post a Comment