আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের এক বিজ্ঞাপনের পোস্টারে মুসলিম নারীর হিজাব পরিহিত ছবি থাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এক ফরাসি আইনজীবী। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ বিষয়ক একটি সম্মেলনের জন্য প্রচারিত বিজ্ঞাপনের পোস্টারে হিজাব পরিহিত এক মুসলিম নারীর ছবি থাকায় তার তীব্র সমালোচনা করেছেন ফরাসি আইনজীবী থিবল্ট ডি মন্টব্রিয়াল। থিবল্ট ডি মন্টব্রিয়াল হলেন ফ্রান্সের মধ্য-ডানপন্থী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রর্থী ভ্যালেরি পেক্রেসের উপদেষ্টা। ইইউর পোস্টারে হিজাবি মুসলিম নারীর ছবি ইস্যুতে তিনি বলেন,‘ ইউরোপ মহাদেশের ভবিষ্যৎ চিত্রিত করতে এমন ছবির ব্যবহার তাকে নির্বাক করে দিয়েছে।’
মিসরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের প্রসঙ্গ তুলে তিনি তার টুইটার অ্যাকাউন্টে আরো বলেছেন, (মিসরের) মুসলিম ব্রাদারহুডও এমন স্বপ্ন দেখতে সাহস পায় না যে ভবিষ্যতে ইউরোপ হবে হিজাবি মুসলিম নারীদের আবাসস্থল। কিন্তু, ইউরোপের কতগুলো বেকুব এমন বিষয়ের ইঙ্গিত দিয়েছে। আমি ইউরোপের এমন ভবিষ্যৎ প্রতিরোধ করতে আমার সর্বশক্তি দিয়ে রড়াই করব।
সূত্র : আল-জাজিরা
The post ইইউর পোস্টারে হিজাবি মুসলিম নারীর ছবি দেখে ক্ষুব্ধ ফরাসি আইনজীবী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8/
No comments:
Post a Comment