Tuesday, February 15, 2022

বাংলাদেশীদের ‘অবিলম্বে’ ইউক্রেন ছাড়ার পরামর্শ

ফাতেহ ডেস্ক:

ইউক্রেনে সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশীদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সাথে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে ভ্রমণ পরিহার করার জন্য বাংলাদেশীদের পরামর্শ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়।

পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ইউক্রেনের সাথে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখে বাংলাদেশ। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সাথে সব বাংলাদেশীকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশীকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো, যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করতে পারে।

The post বাংলাদেশীদের ‘অবিলম্বে’ ইউক্রেন ছাড়ার পরামর্শ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87/

No comments:

Post a Comment