Monday, February 7, 2022

আবারও পানির দাম ৩৮% বাড়াতে চায় ঢাকা ওয়াসা!

ফাতেহ ডেস্ক:

আবারও পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। এবার এই বৃদ্ধির হার প্রায় ৩৮ শতাংশ। গতকাল সোমবার ঢাকা ওয়াসা ভবনে অনুষ্ঠিত বোর্ড সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান পানির মূল্য বাড়ানোর এ প্রস্তাব দেন। এর পক্ষে তিনি বিভিন্ন যুক্তিও তুলে ধরেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর ও ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য মামুন রশিদ শুভ্র গণমাধ্যমকে বলেন, বৈঠকে ওয়াসার পক্ষ থেকে পানির দাম বাড়ানোর প্রস্তাব ও যুক্তি তুলে ধরা হয়। বলা হয়, এরই মধ্যে বিদ্যুতের দাম বেড়েছে। পানির উৎপাদনে বিদ্যুৎ ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া পানির জন্য প্রতি বছর ওয়াসাকে ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি থেকে ওয়াসাকে বেরিয়ে আসতে হবে। এ জন্য পানির দাম বাড়ানো প্রয়োজন। তবে আমি বলেছি, করোনার এই সংকটকালে কোনোভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। কিন্তু তারা মন্ত্রণালয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাব পাঠাতে চাইছেন। তারা বলছেন, মন্ত্রণালয় অনুমোদন দিলে তখন এটা কার্যকর হবে।

২০২০ সালের মার্চ মাসে এক ধাপে পানির দাম প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। তার আগের ১২ বছরে ১২ বার পানির দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের ১ জুলাইও পানির দাম বাড়ানো হয়। বর্তমানে আবাসিকে প্রতি হাজার লিটার পানির মূল্য প্রায় ১৬ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে তা ৪২ টাকা।

The post আবারও পানির দাম ৩৮% বাড়াতে চায় ঢাকা ওয়াসা! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a7%a9%e0%a7%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment