Thursday, February 10, 2022

গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এ সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

১৬৫টি দেশ ও ২টি অঞ্চল নিয়ে তৈরি করা হয়েছে ২০২১ সালের এই সূচক। সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। আগের বছরেও একই স্কোর নিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম। এর আগের বছর ছিল ৮০তম।

সূচকে বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৪৬ ও ১০৪।

গত কয়েকবারের মতো এবারও ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ বিভাগেই রয়েছে বাংলাদেশ। ১০–এর মধ্যে যেসব দেশের স্কোর ৪ থেকে ৬–এর মধ্যে, তারাই রয়েছে এ বিভাগে। ২০২১ সালের সূচকে এ বিভাগে রয়েছে ৩৪টি দেশ।

হাইব্রিড শাসনব্যবস্থা বলতে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এমন গণতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায়, যেখানে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এ শাসনব্যবস্থায় বিরোধী দল ও বিরোধী প্রার্থীদের ওপর সরকারের নিয়মিত চাপ থাকে।

এবারের সূচকে শীর্ষ স্থানে আছে নরওয়ে। দেশটির স্কোর ৯ দশমিক ৭৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ফিনল্যান্ড। সুইডেন ও আইসল্যান্ড আছে চতুর্থ ও পঞ্চমে।

অপর দিকে তালিকায় সবচেয়ে পেছনে রয়েছে আফগানিস্তান (১৬৭তম)। দেশটির স্কোর শূন্য দশমিক ৩২। দেশটির আগে রয়েছে মিয়ানমার, উত্তর কোরিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।

 

The post গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf/

No comments:

Post a Comment