আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রাশিয়ার বিরুদ্ধে মামলা করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এ তথ্য দিয়েছেন মিডিয়ার কাছে। বিরোধে জড়িত দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই আদালত ফয়সালা দিয়ে থাকে।
জেলেনস্কি টুইটারে লিখেছেন, আইসিজে’তে রাশিয়ার বিরুদ্ধে আবেদন জমা দিয়েছে ইউক্রেন। আগ্রাসনকে বৈধতা দেয়ার জন্য গণহত্যা চালাচ্ছে রাশিয়া। এ জন্য তাদের বিচার হতে হবে। এই আবেদনে আমরা ঠিক এই মুহূর্তে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দেয়ার জন্য জরুরি সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাচ্ছি। আশা করছি, এর বিচার প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহে।
এতে তিনি আরও অভিযোগ করেছেন যে, রাশিয়ানরা কিন্ডারগার্টেন, আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালাচ্ছে। এসবই গণহত্যার সামিল।
The post আইসিজেতে রাশিয়ার বিরুদ্ধে মামলা করেছে ইউক্রেন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/
No comments:
Post a Comment