ফাতেহ ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে রমিজ উদ্দিন (৫৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সঙ্গে হাসপাতালে আসা কারারক্ষী আশরাফুল গণমাধ্যমকে বলেন, তিনি একজন কয়েদি (কয়েদি নম্বর ১৪৩০/এ) ছিলেন। তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
ওই কারারক্ষী আরও বলেন, কী মামলায় তার সাজা হয়েছিল সে বিষয়ে কিছু জানি না। তার বাবার নাম হাকিম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হবে। বর্তমানে মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
The post কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
No comments:
Post a Comment