Wednesday, February 16, 2022

কর্নাটকে হিজাব নিষিদ্ধ, প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

কর্ণাটকে স্কুলে ছাত্রীদের হিজাব নিষিদ্ধ এবং বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইট হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম জানান, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া দলের জাতীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের কর্ণাটকের একটি কলেজে মুসলিম ছাত্রীদের বোরকা পরে ক্লাসে প্রবেশ করতে বাধা দেয় কলেজ কর্তৃকপক্ষ এবং উগ্র হিন্দুত্ববাদীরা। হিজাব ইস্যু সমাধানে বর্তমানে হাইকোর্টে মামলা বিচারাধীন।

The post কর্নাটকে হিজাব নিষিদ্ধ, প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-2/

No comments:

Post a Comment