Sunday, February 13, 2022

জাতিসংঘের অপহৃত পাঁচ কর্মীর একজন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম একেএম সুফিউল আনাম। তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসাবে কর্মরত। ডয়েচে ভেলে। সুফিউল আনামের পরিবারের বরাতে এসব তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন জাতিসংঘের উচ্চ পদে কর্মরত আরেক বাংলাদেশি কর্মকর্তা। তিনি রোববার দুপুরে সুফিউলের পরিবারের সঙ্গে কথা বলেন।

কাজ শেষে এডেনে ফেরার সময় শুক্রবার জাতিসংঘের ৫ কর্মী অপহৃত হন। জাতিসংঘ স্থানীয় সময় শনিবার বিষয়টি জানিয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সুফিউল ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন। তার সঙ্গে অপহরণ হওয়া বাকিরা ইয়েমেনেরই নাগরিক। একমাত্র সুফিউলই বিদেশি।

জাতিসংঘের পক্ষ থেকে নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সুফিউলের প্রয়োজনীয় ওষুধপত্রের নাম নেওয়া হয়েছে। সুফিউল পুরোপুরি সুস্থ আছেন বলে তাদের জানানো হয়েছে। স্থানীয় একটি গোষ্ঠী অপহরণ করেছে বলে তাদের প্রাথমিকভাবে জানানো হয়েছে।

সুফিউলের স্ত্রী ঢাকাতেই থাকেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা বর্তমানে প্রবাসী। ২০ বছর আগে সুফিউল জাতিসংঘে যোগ দেন। ষাটোর্ধ্ব সুফিউলের কিছুদিনের মধ্যেই অবসরে যাওয়ার কথা।

তাদের মুক্তি নিশ্চিত করতে ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে জাতিসংঘ।

The post জাতিসংঘের অপহৃত পাঁচ কর্মীর একজন বাংলাদেশি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment