আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়াকে এই পদক্ষেপের চড়া মূল্য দিতে হবে।
আজ বৃহস্পতিবার পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট একটি বিবৃতি জারি করেন। তাতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা খুব শিগগিরই স্পষ্ট করবেন তিনি।
বাইডেন বেশ স্পষ্ট করে বলেন, ইউক্রেনে যেভাবে বিনা প্ররোচনায় এবং অকারণে সেনা অভিযানের ঘোষণার করেছে রাশিয়া, তার মূল্য পুতিনকে দিতে হবে। সেই মূল্য কতখানি, তা আজ বৃহস্পতিবারই জানাবেন বলেও জানিয়েছেন বাইডেন।
বৃহস্পতিবার থেকেই যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেনে মৃত্যু মিছিল ডেকে আনবে। আর তার জন্য গোটা বিশ্ব রাশিয়াকেই দায়ী করবে।
The post ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে: বাইডেন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6/
No comments:
Post a Comment