Friday, February 11, 2022

আত্মহত্যার আড়ালে হত্যা: ৭৩টি ঘটনার রহস্য উদঘাটন পিবিআই ও সিআইডির

ফাতেহ ডেস্ক:

আত্মহত্যার ৭৩টি ঘটনা তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের তদন্তে জানা গেছে, পুলিশ ও ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাগুলোকে আত্মহত্যা বলা হলেও, সেগুলো ছিল আসলে হত্যাকাণ্ড।

২০১৬ সাল থেকে তদন্ত করে ওই সব ঘটনার রহস্য উদঘাটন করা হয়। অপমৃত্যু হিসেবে ওই মামলাগুলো হয়েছে ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, রংপুরসহ অন্তত ৪২টি জেলায়। তদন্তে রাজনৈতিক প্রভাব, অর্থের লেনদেন, তদন্ত কর্মকর্তার গাফিলতি ও পক্ষপাতের অভিযোগ রয়েছে প্রায় প্রতিটি ঘটনায়। এর মধ্যে ২৪টি মামলা তদন্ত করেছে পিবিআই। বাকিগুলো করেছে সিআইডি।

আকস্মিকভাবে মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু, আত্মহত্যা বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে থানায় ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারায় যে মামলা করা হয় তাকে অপমৃত্যৃর মামলা বা ইউডি (আননেচারাল ডেথ) মামলা বলে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৩৩টি থানায় গড়ে প্রতি মাসে অন্তত ৩০টি অপমৃত্যুর মামলা হয়।

সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ঢাকাসহ সারা দেশেই সব মামলা নিয়ে সিআইডি কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু অপমৃত্যু ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। আগে অপমৃত্যু মামলা হয়েছে পরে আমরা তদন্ত করে নিশ্চিত হয়েছি, আসলে হত্যাকাণ্ড হয়েছে। এ রকম বেশ কিছু ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।’

পিবিআইর প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, তিন বছরে এ ধরনের ২৪টি মামলার তদন্ত করে হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছেন তারা। তদন্তের সময় দেখা গেছে ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে চিকিৎসক বা তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন। আসলে ঘটনা ছিল ভিন্ন। মর্গে যারা কাজ করেন সবাইকে আরও সতর্ক হতে হবে। তা ছাড়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তারও গাফিলতি আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এসব ঘটনায় কোনো অনৈতিক কর্মকা- হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যারা এসবে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

 

The post আত্মহত্যার আড়ালে হত্যা: ৭৩টি ঘটনার রহস্য উদঘাটন পিবিআই ও সিআইডির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a7%ad/

No comments:

Post a Comment