ফাতেহ ডেস্ক:
প্রতিশ্রুতিশীল এবং মননশীল প্রকাশনী রাহনুমার চারটি বই আসবে চলতি বইমেলায়। বইগুলো পাওয়া যাবে বইমেলায় রাহনুমার ১৫০ নং স্টলে। বইগুলোর সংক্ষিপ্ত রিভিউ জেনে নেয়া যাক।
১.
মাথায় টুপি পরে কি ধোঁকা দিচ্ছেন কাউকে? মুখে দাড়ি রেখে মিথ্যা কথা কি আপনি ছাড়তে পারেননি? জোব্বা ঠিক রেখেই কি কারও খেতের আইল ঠেলছেন নির্বিকার?
.
যে টুপি, দাড়ি আর জোব্বা পরেছেন সুন্নাত ভেবে, যে আতর-সুরমা ও মেসওয়াক ব্যবহার করেন সুন্নাত বিবেচনায়—সেই আপনি কি ধোঁকা না দেওয়াকে সুন্নাত ভাবছেন না? মিথ্যা না বলাকে কি গণ্য করছেন না সুন্নাত হিসেবে? অন্যায়ভাবে কারও খেতের আইল না ঠেলাই যে রাসুলের আদর্শ ও সুন্নাত, তা কি আপনার অনুভূতিতেই আসে না?
.
নিজের অজান্তেই আমরা সুন্নাতকে করে ফেলেছি প্রথা। কিছু নির্দিষ্ট বিষয়ে আমরা আবদ্ধ করে ফেলেছি সুন্নাতকে। দেখতে পাওয়া কিছু মাত্র পালনীয় বিষয়কে বানিয়েছি সুন্নাতের গৎবাঁধা সীমানা। রাসুলজীবনের অসংখ্য জীবনময় সুন্নাতকে আমরা ঢেকে ফেলেছি ঘনঘোর মেঘে। ‘মেঘে ঢাকা সুন্নাত’ সেই ভুলে-যাওয়া সুন্নাতের অনুসন্ধান জানাবে। ‘মেঘে ঢাকা সুন্নাত’ কিছু ধ্রুব ও অনিবার্য সুন্নাতের তাত্ত্বিক বিশ্লেষণ।
.
‘মেঘে ঢাকা সুন্নাত’ মেঘমাখা আকাশের ফাঁক গলে বেরিয়ে আসা জোছনা রাতের উজ্জ্বল চাঁদের মতো আপনাকে পথ দেখাবে। আমাদের প্রাত্যহিক জীবনে যে সুন্নাতগুলো মানা অনিবার্যভাবে প্রয়োজন, অথচ মানি না আমরা, সেগুলোকে চেখে আঙুল দিয়ে দেখাবে আপনাকে। তুলে ধরবে সুন্নাতের গূঢ় ও নববি বিশ্লেষণ। আপনি খুঁজে পাবেন অনেক মেঘে ঢাকা সুন্নাত। জানবেন—রাসুলের জীবনময় কোন সুন্নাতগুলো ছিল অনিবার্য। চিরায়ত সময়ের অনিবার্য পাঠ হওয়ার মতো পাঠ্য ‘মেঘে ঢাকা সুন্নাত’।
.
বই—মেঘে ঢাকা সুন্নাত
লেখক—মুহিব খান
পৃষ্ঠাসংখ্যা—১১২
মুদ্রিত মূল্য—২০০ ৳
.
২.
আজ ইসলামি ধারার লেখালেখিতে যে এত জোয়ার, আপনার কি জানতে মন চায়, তা কীভাবে হল! আপনি কি ভেবেই পান না, কয়েক ঘণ্টায় কয়েক হাজার কপি বই কীভাবে বিক্রি হয়ে যায়? মুসলমানি ধারার এই লেখালেখির নেপথ্য নায়ক কারা, আপনার কি তাদের কথা জানার খুব ইচ্ছা?
.
‘দশ লেখক দশ জীবন’ জানাবে এই সব জিজ্ঞাসার উত্তর। এ মরা গাঙে জোয়ার এনেছেন যারা, সেই কুশীলবগণই উত্তর দেবেন এর। এ সাক্ষাৎকার সংকলন একটি জীবন্ত ইতিহাসকাহিনি। সাধারণত আমরা বিগত সময়ের ইতিহাসই পড়ি। কিন্তু বর্তমানেই ইতিহাস হয়ে বিরাজ করেন কতিপয় দুর্লভ জীবনের অধিকারীগণ। এই বই সেই কিংবদন্তিদের ভাষায় সেই কিংবদন্তিদেরই দুর্লভ জীবনকথার গল্প।
.
মুসলমানি ধারার লেখালেখিতে ধর্মীয় জীবনের অপরিহার্য বিষয়াবলি নিয়ে লেখা শুরু করেছিলেন শামছুল হক ফরিদপুরী রহ.। এই দশ লেখক সেই পরম্পরার সচেতন উত্তরাধিকার। মওলানা আকরম খাঁ, অধ্যাপক আখতার ফারূক, মাওলানা মুহিউদ্দীন খান, কাজী দীন মুহাম্মদ রহ., মাওলানা আবদুর রহীম ইসলামাদী, মাওলানা নূর মোহাম্মদ আজমী থেকে শুরু হয়ে এই জোয়াল উঠেছিল তাদেরই দায়িত্বশীল কাঁধে। সময় সহজ ছিল না, পথ গুল্মময় ছিল না, সামনে ছিল না আলোর আভাস—তবু তারা হেঁটেছিলেন! কী ফলবে, কতটুকু ভরে উঠবে গোলা—কিছুই নিশ্চিত না জেনে জমিতে নিড়ানি দিয়েছিলেন ভালোবেসে; ভেবেছিলেন—জেগে উঠবে কেউ-না-কেউ!
.
আজকের বর্তমান কাল কোথায় যাবে আমরা জানি না। কিন্তু সময় বলে, আরও ভালো দিকে যাবে। এই ভালো তাদের হাত ধরে এসেছিল; এই জোয়ারের নেপথ্যে ছিল তাদের তারুণ্য ও যৌবনের কুরবানি। তাদের অনেক দিন-রাত্রির ত্যাগে আজ মুসলমানি লেখালেখির ধারায় এত কোলাহল, এত ডগমা, এত মানুষের ভিড়। তবু আজও তারা ভাবেন—আরও ভালো হবে, আরও আলো আসবে। সেই ভালো কতটা, সেই আলো কতখানি—সেই বয়ানও আছে এই সাক্ষাৎকার সংকলনে। এই বই জীবন্ত এক আনন্দ ও বেদনা; এই বই গৌরবের সোনালি কাহন; এই বই ইতিহাস হয়ে ওঠার বাঙ্ময় আলাপন।
.
‘দশ লেখক দশ জীবন’ দশজন আলেমের কালি-কলম ও পথচলার গল্পের এক আশ্চর্য বয়ান! তাদের বেড়ে ওঠা, পড়াশোনা, লেখালেখি ও কর্মবহুল জীবনের বহুবর্ণিল ফিরিস্তি নিয়ে হাজির হচ্ছে এই গ্রন্থ! এতে উঠে এসেছে বাঙালি মুসলিম জীবনে একজন আলেম পরিচয়ে তাদের বেড়ে ওঠা; দেশ-কাল ও বাঙলা মৃত্তিকা নিয়ে তাদের লেখালেখি ও জীবনের টুকরো টুকরো গল্প; তাদের জীবনের আকর কিছু সময়ের কথা। যে সময়ে তারা খুঁজে ফিরছিলেন নিজেদের—খুঁজে পেয়েছিলেন নিজেদের! যে সময়টার পাঠ আমাদেরও প্রয়োজন খুব।
যাদের বর্ণিল সাক্ষাৎকারে সূচিবদ্ধ বই :
• মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
• মাওলানা ইসহাক ওবায়দী
• আলামা ফরীদ উদ্দীন মাসউদ
• ড. আ ফ ম খালিদ হােসেন
• মাওলানা লিয়াকত আলী
• মাওলানা মুশতাক আহমদ
• মালানা উবায়দুর রহমান খান নদভী
• মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
• মানা ইয়াহইয়া ইউসুফ নদভী
• মাওলানা শরীফ মুহাম্মদ
দশ প্রতিভাবান বাঙালি আলেমের কালি-কলম ও পথচলার আত্মজৈবনিক গল্পে আপনাকে স্বাগত!
.
বই—দশ লেখক দশ জীবন
লেখক—জহির উদ্দীন বাবর
পৃষ্ঠাসংখ্যা—৩৭৫
মুদ্রিত মূল্য—৭০০ ৳
.৩.
মুখস্থ লিখতে ‘স্ত’ নাকি ‘স্থ?
পাখি বাসা ‘বাঁধে’ নাকি ‘বাধে’?
কাপড়টা ‘পড়ব’ নাকি ‘পরব’?
নারীকে কি ‘অধ্যাপিকা’ বলাই যাবে না?
‘লেখিকা’ বলে কি কিছু হয় না?
নাকি নারী-পুরুষ নির্বিশেষে সবাই ‘লেখক’?
.
লিখতে গিয়ে এমন সব দ্বিধায় ভোগেন না, এমন মানুষ বিরল। অথচ বাংলাটা শুদ্ধ করে লিখতে আমরা সবাই চাই। কিন্তু পারি না। কেন পারি না? পারি না এজন্য, আমরা জানি—’বাংলা খুবই কঠিন ভাষা’! আসলে কি তা-ই? আসলে তা না। সহজ করে বুঝতে পারলে বাংলা সহজই। ‘গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে’ সহজ কথায় বাংলা গদ্য লেখার সেই সহজ বইটি।
.
লেখক হারুন-উর-রশীদ বাংলার একজন অধ্যাপক! না না, কেটে পড়বেন না। অধ্যাপকদের মতো তার লেখা অত রাশভারী নয়; তার লেখার ধরন খুবই মজার। এই লাইনে তিনি পুরোনো বলে জানেন, কীভাবে বললে বাংলাও হয়ে যায় পানির মতো সহজ। দীর্ঘ অধ্যবসায় ও বহু পরিশ্রমের পর কঠিন বাংলার পাথর তিনি কেটেছেন; আর সেই অভিজ্ঞতাই গুছিয়েগাছিয়ে বানিয়ে ফেলেছেন বই! আর সেই বই-ই ‘গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে’।
.
এই বই নির্ভুল ও নিশ্চিন্তে গদ্য লেখার ছোটখাট একটি গাইডবুক। তবে এটি অভিজ্ঞদের জন্য নয়! কিন্তু অভিজ্ঞরাও এটা পড়ে মজা পাবেন; পাবেন বাংলা গদ্য অপরকে সহজ করে শেখানোর দিশা! তাই বলা যায়, বইটি সবাইকেই ডাকছে আ মরি বাংলা ভাষার দিকে। তবে ছুটতে আর দেরি কেন!
.
বই—গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে
লেখক—এস. এম. হারুন-উর-রশীদ
পৃষ্ঠাসংখ্যা—১৫২
মুদ্রিত মূল্য—৩০০ ৳
.
৪.
‘তৃষ্ণা মেটে না মোর’—কবি মুহিব খানের নতুন কবিতার বই। প্রায় চার বছর পর আবারও নতুন বই নিয়ে পাঠকের সামনে হাজির এমন এক কবি—যিনি তার সব পরিচয়ের উর্ধ্বে কবি পরিচয়কে তুলে ধরেন সগর্বে। জাগ্রত কবি হিসেবে বরিত তুমুল জনপ্রিয় এ কবি ‘আল কুরআনের কাব্যানুবাদ’ করে নিজের খ্যাতিকে বৌদ্ধিকতায়ও উত্তীর্ণ করেছেন। কবি যে শুধু মনের প্রেম-বিরহ-ভালোবাসাকেই কাব্যরূপ দেন না, আল্লাহর বাণীকেও বাঙলা ভাষায় করে তোলেন ললিত, নন্দিত ও শিল্পরূপময়, এ কবি তা দেখিয়েছেন। এর পর তার প্রতিটি কাজের দিকেই মনোযোগ ফেরাবার রয়েছে বিপুলতর প্রয়োজন।
.
কবিরা তৃষ্ণাকেই বাঁচে, আবার তৃষ্ণাতেই মরে। কবিতার জন্য যেমন জীবন প্রয়োজন, তেমনি প্রয়োজন মৃত্যু। প্রাণের এইসব টানাপোড়েন নিয়ে কবি মুহিব খান লিখেছেন—‘কত দিন হল সন্ধ্যে আমার/কত রাত হল ভোর! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!…
তিনি এ কাব্যের ভূমিকায় লিখেছেন, ‘কবিতা কোনো দায় নয়, দায়মুক্তি। কিছু কবিতা নিতান্তই স্বগতোক্তি। এর আগে বা পরে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। থাকতেও নেই। কবিতা কবিতাই।’
জীবনের আকুল তৃষ্ণা ও সকরুণ বেদনাবোধ—প্রেম, বিরহ, হৃদয়ের ব্যকুলতা ও মানবিক যাতনা— সর্বোপরি কবি তার হৃদয়ে সঞ্চিত সকল তৃষ্ণা ও হাহাকার এখানে গেঁথে দিয়েছেন নিবিড় মগ্নতায়।
চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে কবি মুহিব খানের নতুন কবিতাবইয়ে কবিতাপ্রেমীদের স্বাগত!
.
বই—তৃষ্ণা মেটে না মোর
লেখক—মুহিব খান
পৃষ্ঠাসংখ্যা—৭২
মুদ্রিত মূল্য—১৪০ ৳
.
The post বইমেলায় রাহনুমার নতুন চার বই appeared first on Fateh24.
source https://fateh24.com/81286-2/
No comments:
Post a Comment