ফাতেহ ডেস্ক:
প্রায় রাতেই মদপান করে অসুস্থ হয়ে পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই সঙ্গে ঘটছে মৃত্যুর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে প্রতিদিন রাতেই চিকিৎসার জন্য আসেন শিক্ষার্থীরা। অবস্থার এতটাই অবনতি যে, এর মধ্যে কারও কারও উন্নত চিকিৎসারও প্রয়োজন হয়।
অতিরিক্ত মদপানে গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মারা গেছেন অর্থনীতি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী বেলায়েত হোসেন। সেদিন ভোর ৪টা ৪০ মিনিটে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে যান তিনি। পরিস্থিতি বিবেচনায় তাকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মদপানে ধারাবাহিক মৃত্যুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, প্রায় রাতেই শিক্ষার্থীরা মদপানে অসুস্থ হয়ে মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে অনেকেই পেটব্যথা, শারীরিক অসুস্থতা, ঘুমের সমস্যা ও শরীর জ্বালাপড়ার কথা বলেন। তাদের কথাবার্তা ও অসুস্থতার লক্ষণ দেখে বোঝা যায়, মদপানের কারণে এমনটি হয়েছে। যাদের সুস্থ হওয়ার লক্ষণ দেখি, তাদের চিকিৎসা ও ওষুধ দিই। আবার কারও কারও শারীরিক অবস্থা এতটাই খারাপ থাকে, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠাতে হয়। এই সমস্যা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মেডিক্যাল সেন্টারের আরেক চিকিৎসক মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘এরকমও ঘটনা আছে, এক রাতে তিন-চার শিক্ষার্থী মদপানে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে গেছেন। যাদের অবস্থা মারাত্মক হয়, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিই। অসুস্থ হওয়া সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’
The post প্রায় রাতেই মদপান করে অসুস্থ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81/
No comments:
Post a Comment