Thursday, February 17, 2022

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

ফাতেহ ডেস্ক:

নওগাঁর রানীনগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রানীনগর স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের পাশে কুড়িগ্রাম এক্সপ্রেসে কাটা পড়ে তারা মারা যান।

নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার পাঁচ বছরের মেয়ে নুরজাহান।

জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সকালে মেয়ে নুরজাহানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ময়নুম বিবি। রানীনগর রেল স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের পাশে তারা অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন আসলে মেয়ে নুরজাহানকে নিয়ে মা ময়নুম বিবি ঝাঁপ দেন। এতে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

The post ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment