ফাতেহ ডেস্ক:
আওয়ামী লীগ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেওয়া হয়।
আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তালিকা জমা দেন। উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তালিকা জমা দেওয়ার বিষয়ে সেলিম মাহমুদ বলেন, আমরা কেবল বার্তাবাহক হিসেবে দলের পক্ষে সিলগালা করা একটা কাগজ জমা দিয়েছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমন্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। কাদের নাম আছে, তা জানা নেই।
-বাসস
The post নতুন ইসি গঠনে নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95/
No comments:
Post a Comment