ফাতেহ ডেস্ক :
২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে দায়ের করা একাধিক মামলা রয়েছে। সেগুলোর তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।
সম্প্রতি একই মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।
The post হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালাল গ্রেফতার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac/
No comments:
Post a Comment