আন্তর্জাতিক ডেস্ক :
বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে দাবি করল বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট। গবেষকদের দাবি, অন্যান্য মাধ্যমের পাশাপাশি বাতাসের মাধ্যেমেও দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। একইসঙ্গে মেডিকেল জার্নালটির গবেষণায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ডের ছয় গবেষকের গবেষণায় পাওয়া তথ্যই ল্যানসেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এতে দাবি করা হয়েছে, বায়ুবাহিত হয়ে কিংবা অ্যারোসল বা জলকণার মাধ্যমে বাহিত হয়ে সর্বোচ্চ গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশেষ করে জনাকীর্ণ, আবদ্ধ জায়গা যেখানে সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে না সেখানেও সংক্রমণ ছড়াতে সক্ষম এই ভাইরাস। বিশেষ করে ঘরের মধ্যে থাকা আবদ্ধ বাতাস থেকে ভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দাবি করেছিল যে, কোভিড-১৯ ভাইরাস প্রাথমিকভাবে সংক্রমিত ব্যক্তির নাক এবং মুখ থেকে বের হওয়া ছোট ছোট জলকণার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া স্পর্শ, হাঁচির মাধ্যমেও তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে।
কিন্তু বর্তমানে রিপোর্ট বলছে, আক্রান্ত রোগীর হাঁচি, কাশি ও স্পর্শ ছাড়াও এই ভাইরাস বাতাসের মাধ্যমেও সংক্রমণ ছড়াচ্ছে। ডব্লিউএইচও’র পক্ষ থেকেও এই বিষয়ে এখন গবেষণা চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসের মাধ্যম ছাড়া ভাইরাসের এই দ্রুতগতির সংক্রমণ কার্যত অসম্ভব। কারণ আক্রান্তদের বেশিরভাগই একে অপরের সংস্পর্শে আসেননি। বা একে অপরের সঙ্গে দীর্ঘ সময়ও কাটাননি। তবে এই বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা, প্রমাণ সংগ্রহ এবং গবেষণার প্রয়োজন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, করোনায় আক্রান্ত হওয়ার পরও যে সকল ব্যক্তির হাঁচি বা কাশি নেই অর্থাৎ উপসর্গহীন সংক্রমিত ব্যক্তিরা নীরবে এই ভাইরাস ছড়াচ্ছেন। প্রায় ৪০ শতাংশ মানুষ এই ভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন বলেও দাবি তাদের।
The post করোনা মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়: ল্যানসেট appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af/
No comments:
Post a Comment