আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপের দেশ জার্মানিতে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান।
এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে ৫৫ লাখে দাঁড়িয়েছে। বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে এ তথ্য ওঠে এসেছে। খবর ডেইলি সাবাহর।
জর্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন এন্ড রিফিউজির ( বিএএমএফ) তথ্য মতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, তার চেয়ে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।
বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪-৬.৭ শতাংশ হচ্ছে মুসলিম।বিএএমএফ থেকে পরিসংখ্যান নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জরিপের তথ্য প্রকাশ করেছে।
বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেছেন, সাম্প্রতিক কালে মধ্যপ্রচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুল সংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।
The post জার্মানিতে জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ac-%e0%a7%ab/
No comments:
Post a Comment