Thursday, April 15, 2021

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯৪, শনাক্ত ৪১৯২

ফাতেহ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৯২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এর মাত্র এক মাস পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়। পরে মাত্র ২০ দিনে অর্থাৎ ১০ জুন তা হাজার ছাড়িয়েছিল।

মাস না পেরুতেই ৫ জুলাই আরও এক হাজার মানুষ যোগ হয়ে মৃত্যুতালিকা দীর্ঘ করে দুই হাজারে নিয়ে যায়। তালিকায় আরও এক হাজার যোগ হতে লেগেছিল মাত্র ২৩ দিন। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজারে পৌঁছায়।

গত বছরের ২৫ আগস্ট মৃত্যুর সংখ্যা চার হাজারে পৌঁছে। এরপর ২২ সেপ্টেম্বর করোনাভাইরাসে দেশে মৃত্যু পাঁচ হাজার ছাড়ায়। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়েছিল।

The post গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯৪, শনাক্ত ৪১৯২ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment