Wednesday, April 28, 2021

কাবুল থেকে দূতাবাস কর্মী ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দূতাবাস কর্মীদের ফেরানোর কাজ শুরু করে দিয়েছে। তবে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে না। খুব সামান্য কর্মীকে রেখে কাজ চালানো হবে। তাদের নিরাপত্তার জন্য কিছু সেনা থাকবে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ‌‘কার্যকরী’ রাষ্ট্রদূত রস উইলসন এ তথ্য জানিয়েছেন

আফগানিস্তানে ন্যাটো জোট ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল অস্টিন মিলার দুই দিন আগে জানান, ‘মার্কিন সেনারা আফগানিস্তানে ক্লোসিং অপরেশন শুরু করেছে। এবার আফগান সেনাকেই তাদের দায়িত্ব নিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। আর আগামী ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে।

 

The post কাবুল থেকে দূতাবাস কর্মী ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/

No comments:

Post a Comment