আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত কাল্বা পাবলিক লাইব্রেরিতে পবিত্র কুরআনের পুরনো পান্ডুলিপির প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে কুরআনের চল্লিশটি পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। গ্রন্থাগারের কর্মকর্তাদের মতে, এগুলো ৪০০ থেকে ১০০ বছর আগের।
অনুলিপিগুলোর একটির ওজন প্রায় ১০ কিলোগ্রাম। আমিরাতের ক্যালিগ্রাফার আলী আবদুল্লাহ আল-হিমাদির উদ্যোগে শুরু হওয়া এ প্রদর্শনীতে ইতিহাসের বিভিন্ন যুগে কুরআন লিখনের বিকাশের পর্যায়ও তুলে ধরা হয়েছে।
আল-হিমাদি গত ১৯ বছরে আজারবাইজান, উজবেকিস্তান, রোমানিয়া এবং কিরগিজস্তানের মতো বিভিন্ন দেশ থেকে কুরআনের অনুলিপি সংগ্রহ করেছেন। তিনি দর্শনার্থীদের জন্য কুরআন ক্যালিগ্রাফি কর্মশালা রাখেন যেখানে তিনি নাসখ ক্যালিগ্রাফির গুরুত্ব ব্যাখ্যা করেছেন। আল-হিমাদি আশা করছেন যে, তিনি একদিন কুরআনের অনুলিপি সংগ্রহের জন্য নিজের একটি যাদুঘর চালু করতে সক্ষম হবেন।
সূত্র : ইকনা।
The post শারজায় পবিত্র কোরআনের ৪০টি পান্ডুলিপি প্রদর্শন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a6/
No comments:
Post a Comment