আন্তর্জাতিক ডেস্ক :
১ মের মধ্যে সৈন্য প্রত্যাহারের পূর্বেকার সময়সীমা পালন করা হচ্ছে না। তবে আফগানিস্তান থেকে ১১ সেপ্টেম্বর সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে বলে মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন। খবর আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানিয়ছেন, কঠোরভাবে নীতিমালা পর্যালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে ২০ বছর পর আফগানিস্তানে মার্কিন যুদ্ধ শেষ হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তালেবানের মধ্যে সমঝোতার ভিত্তিতে ১ মের মধ্যে আফগানিস্তান থেকে বাকি আড়াই হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এদিকে গত মাসে এক বিবৃতিতে তালেবান হুমকি দিয়েছে যে ১ মের সময়সীমা পূরণ করা না হলে তারা আবার আফগানিস্তানে বিদেশী সৈন্যদের ওপর বৈরিতা প্রদর্শন শুরু করবে।
The post ১১ সেপ্টেম্বর সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করবেন বাইডেন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf/
No comments:
Post a Comment