Tuesday, April 13, 2021

রমজানের মোবারকবাদ জানালেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

দেশবাসীকে পবিত্র রমজানের মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস, মাহে রমজান। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সৃষ্টির অমোঘ নিয়মে সময় চলে যায়। করোনা মহামারির মধ্যেই আমরা এক বছরের বেশি সময় পার করলাম। গত বছর মার্চের প্রথম সপ্তাহের (৮ মার্চ) দিকে আমাদের দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। নানা আশঙ্কা আর আতঙ্ক গ্রাস করেছিল আমাদের। সেসব মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এরই মধ্যে করোনার থাবায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় ও আপনজনকে। আমি সবার রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি। স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

 

The post রমজানের মোবারকবাদ জানালেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/

No comments:

Post a Comment