ফাতেহ ডেস্ক :
জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির মকবুল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মকবুল আহমদ ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেন।
মকুবল আহমদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে ১৯৩৯ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। পূর্বচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষা শেষে দাগনভূঞার কামাল আতাতুর্ক হাইস্কুলে ভর্তি হন। এরপর ১৯৫৭ সালে কৃতিত্বের সঙ্গে জয়লস্কর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তিনি ১৯৫৯ সালে বি.এ. পাস করেন।
তিনি এক সময় দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ছিলেন। পরে সংগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান আল-ফালাহ’র চেয়ারম্যানও ছিলেন মকবুল।
The post জামায়াতের সাবেক আমির মকবুল আহমদের ইন্তেকাল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%95%e0%a6%ac/
No comments:
Post a Comment