Thursday, April 29, 2021

সিলেটের মাওলানা মাসউদ আহমেদ গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা মাসউদ জকিগঞ্জ উপজেলা সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কমিটির সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম।

তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।

 

The post সিলেটের মাওলানা মাসউদ আহমেদ গ্রেফতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%89%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%b9/

No comments:

Post a Comment