ফাতেহ ডেস্ক :
কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা পেতে আজ থেকে সাত দিনব্যাপী কঠোর লকডাউন শুরু হয়েছে দেশব্যাপী। আজ থেকে মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।
বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে এ নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নেবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের অংশ নিতে বলা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
The post আজ থেকে মসজিদে মানতে হবে এসব নিয়ম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f/
No comments:
Post a Comment