ফাতেহ ডেস্ক :
২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে মাওলানা আফেন্দীকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।
এবং আজ বৃহস্পতিবার মুফতী সাখাওয়াতেরও ৫দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া।
The post মাওলানা আফেন্দী ও মুফতি সাখাওয়াতের পাঁচ দিনের রিমান্ড appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8/
No comments:
Post a Comment