Wednesday, April 28, 2021

মুফতি হারুন ইজাহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে

ফাতেহ ডেস্ক :

চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারকে র‌্যাব আটক করেছে বলে দাবি করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী। তবে র‌্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে র‌্যাব তাঁকে আটক করে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।

গত ২৬ শে মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।

The post মুফতি হারুন ইজাহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d/

No comments:

Post a Comment