Tuesday, April 13, 2021

জেলহাজতে থাকা রফিকুল ইসলাম মাদানীর রিমান্ড আবেদন

ফাতেহ ডেস্ক :

জেলহাজতে থাকা রফিকুলকে সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়ার জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি মোহাম্মদ আহসান, গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) নন্দলাল।

এর আগে ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

The post জেলহাজতে থাকা রফিকুল ইসলাম মাদানীর রিমান্ড আবেদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2/

No comments:

Post a Comment