আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন মানবাধিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইহুদিবাদী ইজরাইল ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে।
মানবাধিক সংস্থাটি মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, শুধু ফিলিস্তিনে নয়, ইজরাইলে বসবাসকারী আরব-ইজরাইলিদের সঙ্গেও বৈষম্যমূলক আচরণ করছে ইহুদিরা। খবর আরব নিউজের।
হিউম্যান রাইটস ওয়াচ এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করল, যখন ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এদিকে নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির এ রিপোর্টকে ইহুদিবিদ্বেষী ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
হিউম্যান রাইটস ওয়াচের ২১৩ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ইজরাইল ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে দমন-পীড়ন ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।
জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে রীতিমতো একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে ইজরাইল। এতে ভূলুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনিদের অধিকার।
The post ইজরাইল ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে: হিউম্যান রাইটস ওয়াচ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be/
No comments:
Post a Comment