Friday, December 10, 2021

আইজিপি বেনজীরসহ র‌্যাবের ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফাতেহ ডেস্ক :

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ভ্রমণে অযোগ্য বিবেচিত হবেন।

মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ, উগান্ডা, চীন, বেলারুশ, শ্রীলঙ্কা ও মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর ১৫ কর্মকর্তা ও ২০ প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে র‌্যাবের অন্য যে চার কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, তারা হলেন- অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মুহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস, ২৭ জুন ২০১৯ থেকে ১৬ মার্চ ২০২১) তোফায়েল মোস্তোফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস, ১৭ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৭ জুন ২০১৯) মুহাম্মদ জাহাঙ্গির আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস, ২৮ এপ্রিল ২০১৬ থেকে ১৭ সেপ্টেম্বর ২০১৮) মুহাম্মদ আনোয়ার লতিফ খান।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে পুলিশের বর্তমান মহাপরিদর্শক ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‌্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ ২০১৮ সালে মে মাসে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। র‌্যাব, বেনজির আহমেদ এবং অন্য পাঁচ কর্মকর্তাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে মানবাধিকারকে রাখতে বদ্ধপরিকর। বিশ্বের যেখানেই ঘটুক না কেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র‌্যাব এবং অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থা ২০০৯ সাল থেকে প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ৬০০-রও বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী।

The post আইজিপি বেনজীরসহ র‌্যাবের ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment