আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। দেশটিতে সামরিক অভ্যুত্থানের এক বছর পূর্তির প্রেক্ষাপটে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হলো।
মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার যাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে তাদের মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেল থিডা ওও, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুন তুন ওও এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইউ তিন ওও। ক্ষমতাচ্যুত নির্বাচিত নেতা আং সান সুচির বিচারে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
যুক্তরাজ্য জানিয়েছে, তারা থিডা ওও, তিন ওও এবং তৃতীয় ব্যক্তি সাবেক সামরিক কর্মকর্তা ইউ থিন সোয়ের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে। সোয়ের অভ্যুত্থানের পর দেশটির নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্র যে তিনজনের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে, কানাডাও তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে।
সূত্র : আল জাজিরা
The post মিয়ানমারের বিচার কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কানাডার নিষেধাজ্ঞা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/
No comments:
Post a Comment