ফাতেহ ডেস্ক
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
গত ২৭ এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেটের সমস্যা ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।
গত শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়। বিকেল পাঁচটায় মৃত্যুবরন করেন এই ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের সব ক্রান্তি লগ্নে অসামান্য অবদান রাখা এই শিক্ষাবিদ।
-এ
The post জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae/
No comments:
Post a Comment