Saturday, October 31, 2020

ধ্বংসস্তুপে ১৮ ঘণ্টা আটকে থাকার পর মা ও তিন সন্তান জীবিত উদ্ধার

ফাতেহ ডেস্ক:

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে ১৮ ঘণ্টা আটকে থাকার পর এক মা ও তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার দেশটির বন্দর নগরী আজিয়ানের ইজমির শহরে এ ঘটনা ঘটেছে। চতুর্থ সন্তানকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

শুক্রবার রাতে ইজমির শহরে ৭ মাত্রায় ভূমিকম্প হয়। এতে অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে আজিয়ানের অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এ পর্যন্ত প্রায় ১০০ জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মুরাত কুরুম।

ইজমিরের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে আট শতাধিক মানুষ আহত হয়েছে। আটটি ভবনে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। আরও ৯টি ভবনে উদ্ধার কাজ চলছে।

The post ধ্বংসস্তুপে ১৮ ঘণ্টা আটকে থাকার পর মা ও তিন সন্তান জীবিত উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95/

No comments:

Post a Comment